ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের মাথায় ওয়ানডে ক্যাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
মোসাদ্দেকের মাথায় ওয়ানডে ক্যাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: বছরের শুরুতেই খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। এবার ওয়ানডে অভিষেকও হয়ে যাচ্ছে তার।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইমরুল কায়েসের জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হচ্ছেন ২০ বছর বয়সী এ তরুণ ক্রিকেটার।  

টসের ৩০ মিনিট আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় মোসাদ্দেকের মাথায় ওয়ানডে ক্যাপ পড়িয়ে দেন দলের অন্য সদস্যরা। ঘাড়ে হাত চাপড়ে সাহস যোগান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুফল পেয়ে মোসাদ্দেক এসেছেন স্বপ্নের ওয়ানডে দলে। আফগানিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৭৬ রানের উজ্জ্বল এক ইনিংস খেলার পর ধরে নেয়া হচ্ছিল সিরিজের প্রথম ওয়ানডেতেই অভিষেক হচ্ছে তার। ইমরুল কায়েস একাদশে চলে আসায় সেটি হয়নি।  

বাংলাদেশের ১১৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। সর্বশেষ বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয় ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের।

এর আগে ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ করে দেয় মোসাদ্দেককে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন সৈকত। ১৪ ম্যাচ খেলে ৬২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়ও বেশ ভালো, ৭৭.৭৫।

দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন।

বাংলাদশে সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।