ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাইলফলক ছোঁয়ার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
মাইলফলক ছোঁয়ার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে শততম জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অনন্য মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ‍মাশরাফিবাহিনী।

সেই লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।  গ্যালারিতে হাজারো স্বাগতিক দর্শকের পাশাপাশি কোটি টাইগার সমর্থকরা এ ম্যাচেই মনেপ্রাণে মাশরাফি-সাকিব-তামিমদের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে চাইছেন।

তবে সফরকারী আফগানদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেই সেটি তারা বুঝিয়ে দিয়েছে। ২০১৬ সালে প্রথম ওয়ানডে খেলতে নেমে ৭ রানের কষ্টার্জিত জয়ই পায় টাইগাররা। ওই ম্যাচটিতে ইমরুল ‍কায়েসদের ক্যাচ মিসের মহড়া কোচ চন্ডিকা হাতুরুসিংহের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিল!

সে যাই হোক, প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ওয়ানডেতে তিন ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে। ১ অক্টোবর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশ একাদশে ইমরুল কায়েসের জায়গায় এ ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষিক্ত হতে পারেন প্রস্তুতি ম্যাচে ভালো খেলা মোসাদ্দেক হোসেন (৭৬)।  নাসির হোসেন ও পেসার শফিউল ইসলাম সাইডলাইনে থাকছেন।

আফগানিস্তান স্কোয়াডে একটি পরিবর্তন আসতে পারে। নবীন উল হকের জায়গায় আসতে পারেন আরেক তরুণ পেসার করিম জানাত। তবে প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত নবীনকে আরেকটি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রথম ওয়ানডেতে তিনি ১০ ওভারে ৬২ রানের বিনিময়ে নেন এক উইকেট।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস/মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), শাবির নুরি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইস আশরাফ, দাওলাত জাদরান, নবীন উল হক।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।