ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয় দেখার আশা ক্রিকেটপ্রেমীদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
দাপুটে জয় দেখার আশা ক্রিকেটপ্রেমীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে কষ্ট করেই জিততে হয়েছে বাংলাদেশকে। ক্রিকেটারদের সঙ্গে স্নায়ু চাপে ভুগেছেন টাইগার সমর্থকরাও।

দ্বিতীয় ওয়ানডেতে ওরকম পরিস্থিতি চান না মাঠে আসা দর্শকরা। তাদের আশা, দাপুটে ক্রিকেট খেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল। এক ম্যাচ হাতে রেখেই জিতে নেবে ওয়ানডে সিরিজ।

বেলা সাড়ে ১২টার দিকেই স্টেডিয়ামের গেটে অপেক্ষারত ক্রিকেটপ্রেমীরা বাংলানিউজকে জানালেন, ‘অনেক দিন পর বাংলাদেশ খেলেছে বলেই একটু সাবধানে খেলতে হয়েছে। অমন ম্যাচেই যেহেতু অঘটন ঘটাতে পারেনি আফগানরা এ ম্যাচে পাত্তাই পাবে না তারা। ’

কলেজ পালিয়ে বাংলাদেশের জার্সি জড়িয়ে প্রথমবারের মতো স্টেডিয়ামে আসা মিতু, সীমা ও রোখসানা জানালেন, ‘প্রথমবার খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকছি। খুবই ভালো লাগছে। বড় রানে জয়ই আশা করবো। ’

মিরপুরের আবহাওয়া আজ মেঘাচ্ছন্ন। সকাল থেকেই রোদের দেখা নেই। কিছুটা কুয়াশাচ্ছন্ন শের-ই-বাংলা স্টেডিয়াম। খেলা শুরু হলে টাইগাররা ব্যাট-বলের দাপট দেখিয়ে ও মাঠ গ্যালারি গরম করে তুলবেন-এটাই প্রত্যাশা দর্শকদের।

আজ আফগানদের হারাতে পারলে সিরিজ জয়ের পাশাপাশি ১০০তম ওয়ানডে জয়ের মাইলফলক ছুঁবে টাইগাররা। শততম ওয়ানডে জয়ের সাক্ষী হতেও অনেক দর্শক এসেছেন মাঠে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।