ঢাকা: শুরুটা ভালো করলেও এক ওভারের ব্যবধানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সমান ২০ রান করে আউট হন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে দুই উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।
বল হাতে স্ট্রাইক করেছেন আফগান অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী। আর এই অভিজ্ঞ আফগানকে বেশ দেখেশুনেই খেলেছেন দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। ধীররয়ে ব্যাটিংয়ে তা প্রথম ওভারে লাল-সুবেজর ওপেনাররা তুলে নিয়েছেন ৩ রান।
নবীর পরে দ্বিতীয় ওভারে বল হাতে আসেন পেসার দৌলত জাদরান। তবে নিজের প্রথম ওভারে বেশ হিসেবি ছিলেন দৌলত। আর তামিম, সৌম্যরাও কোন ঝুঁকিপূর্ণ শট খেলেননি। ফলে দ্বিতীয় ওভারটি হযেছে মেডেন।
নবীর দ্বিতীয় ওভারেও কোন বাজে শট খেলেননি টাইগার ওপেনাররা। দারুণ টানিং ও লাফিয়ে উঠা বলগুলো সমীহ করে খেলে সন্তুষ্ট থেকেছেন মাত্র ১ রান নিয়ে।
তবে চতুর্থ ওভারে হাত খুলে খেলেছেন তামিম। দৌলত জাদরানের এই ওভারের তৃতীয় বলটিকে ডিপ মিডউইকেট দিয়ে চার মেরে পরের বলেও লেগ বাই থেকে চার পেয়ে মোট ৯ রান নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমএমএস