ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৪৮ ওভারে বাংলাদেশ ১৯১/৯

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
৪৮ ওভারে বাংলাদেশ ১৯১/৯ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। তবে দশম উইকেট জুটিতে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত ও ‍রুবেল হোসেন দলের রান বাড়াতে চেষ্টা করে যাচ্ছেন।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৯১ রান করেছে বাংলাদেশ।

৪৩তম ওভারে রশিদ খানের পর পর দুই বলে এলবিডব্লিউ আউট হয়ে মাঠ ছাড়েন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

৩৪তম ওভারের শেষ বলে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যক্তিগত ২ রানে মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে (এলবিডব্লিউ) প্যাভিলিওনে ফেরেন। এর আগে ৩২তম ওভারে সেই নবীর বলেই এলবিডব্লিউর ফাঁদে আটকা পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর পরের ওভারে রশিদ খ‍ানের বলে আউট হন সাব্বির।

২৫তম ওভারের শেষ বলে মাহমুদুল্লাহ ব্যক্তিগত ২৫ রানে নবি-উল-হকের বলে বোল্ড হন। দুই ওভার পরে রহমত শাহ’র বলে ব্যক্তিগত ৩৮ রানে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন মুশফিক

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের হয়ে এদিন শুরুটা দারুণ করেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৪৫ রান। তবে দু’জনই ব্যক্তিগত ২০ রান করে আউট হন।

মিডিয়াম পেসার মিরওয়াইস আশরাফ তাদের আউট করেন। দাওলাত জাদরানের ক্যাচে পরিণত হন আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা তামিম। আর হাসমতউল্লার ক্যাচে প্যাভিলিওনে ফেরেন সৌম্য।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।