ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ওপেনার সৌম্য সরকার শুরুটা যেভাবে করেছিলেন শেষটা সেভাবে করতে পারলেন না। সতীর্থ তামিম ইকবালের সমান সংখ্যক ২০ রান সংগ্রহ করে ফিরে গেলেন প্যাভিলিয়নে।
ফলে ব্যাট হাতে সেই ‘অনুজ্জ্বল’ সৌম্যকে দেখা গেল। তবে সিরিজের প্রথম ম্যাচের চেয়ে তাঁর ব্যাটে কিছুটা উন্নতি দেখা গেছে। প্রথম ম্যাচে যেখানে ফিরেছিলেন ০ রানে সেখানে দ্বিতীয়টিতে করেছেন ২০ রান।
ইনিংসের ১৩তম ওভারে মিরওয়াইস আশরাফের প্রথম বলটি ডাউন দ্য উইকেটে খেলতে এসে ক্যাচ তুলে দিলেন হাসমতউল্লাহ শহীদির হাতে। আর এই ২০ রান তুলতে সৌম্য খেলেন ৩১টি বল, যেখানে ছিল দুটি চারের মার।
এ সিরিজের আগে সৌম্য সবশেষ ওয়ানডে খেলেছিলেন গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৮৮ ও তৃতীয়টিতে ৯০ রান করে সিরিজ সেরা হয়েছিলেন।
এরপর অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ সময় রান খরায় ভুগছেন এই টাইগার ওপেনার। গেল ফ্রেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৮। আর মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রানের ইনিংস।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম