ঢাকা: নির্বাচকদের আস্থার প্রতিদান বেশ দায়িত্বশীলতার সঙ্গেই দিলেন টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৫ বলে তার অপরাজিত ৪৫ রানের ঝড়ো ইনিংসে ভর করেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২০৮ রানের সম্মানজনক সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
মোসাদ্দেক ব্যাট হাতে এমনই এক দিনে জ্বলে উঠলেন যখন স্বাগতিক বাংলাদেশ আফগানদের বোলিং তোপের রীতিমত ধুঁকছিলো। তাই দলের সম্মান বাঁচাতে তার এই ঝড়ো গতির ব্যাটিং ভীষণ প্রয়োজন ছিল।
তামিম, সৌম্য. সাকিব, রিয়াদ ও মুশফিকের মত ব্যাটসম্যানদের রান খরায় ১৬৫ রানে ৯ উইকেট হারিয়ে মাশরাফিদের ব্যাটিং ইনিংস যখন বিপর্যস্ত তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এই নবাগত টাইগার ব্যাটসম্যান।
খেললেনও দুর্দান্ত। ধারালো ব্যাটিংয়ে আফগান বোলারদের কচুকাটা করে চারটি চার ও ২টি ছয়ে ১০০ স্ট্রাইক রেটে ৪৫ বলে খেললেন ৪৫ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস।
ব্যাট হাতে মোসাদ্দেকের নামার কথা ছিল তিন নম্বরে অর্থাত ইমরুল কায়েসের জায়গায় কিন্তু তিনি নামলেন ৭ নম্বরে। হয়তো দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই তিনি এখানে নেমেছেন। তাতে কি এসে যায়?
প্রতিভা থাকলে ক্রিকেটে অর্ডারে কিছুই এসে যায় না তার প্রমাণ দিলেন এই টাইগার ডানহাতি মারকুটে ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস