ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড খেলা, মাঠে নামা হলো না আশরাফুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
বৃষ্টিতে পণ্ড খেলা, মাঠে নামা হলো না আশরাফুলের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সকাল থেকেই ছিলো ঝলমলে রোদ। কিন্তু আগের দু’দিনের বৃষ্টির কারণে আউট ফিল্ড ছিল ভেজা।

ফলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে গড়ালো না জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের প্রথম ম্যাচের চতুর্থ ও শেষ দিনের খেলাও। ম্যাচ হয়ে গেলো ড্র। সে কারণে মাঠে নামা হলো না মোহাম্মদ আশরাফুলেরও।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) শুরু হয় এ খেলা। ম্যাচ শুরুর পর প্রতিকূল আবহাওয়ার কারণে মাত্র ১৫ ওভার শেষে বন্ধ হয়ে যায় খেলা। এই ১৫ ওভারে দুই উইকেট খুইয়ে ঢাকা মেট্রো সংগ্রহ করে ৪৭ রান। নিষেধাজ্ঞার খড়গ কাটিয়ে ফেরা আশরাফুল এবার এনসিএলে খেলছেন ঢাকা মেট্রোর হয়ে।
 
সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনভর থেমে থেমে চলে মাঝারি ও ভারী বর্ষণ। এতে স্টেডিয়ামের আউট ফিল্ডে জমে যায় পানি। এ কারণে পরদিন মঙ্গলবারও (২৭ সেপ্টেম্বর) খেলা বন্ধ থাকে।  
 
বুধবার (২৮ সেপ্টেম্বর) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে বগুড়ার আকাশে ঝলমলে রোদের দেখা মিললেও মাঠ ভেজা থাকায় শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ম্যাচ। নিয়মানুযায়ী দু’দলের মাঝে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি রাকিবুল হাসান ম্যাচের উইনিং মানির নগদ অর্থ দু’দলের অধিনায়কের হাতে তুলে দেন।
 
আগামী ২ অক্টোবর এনসিএলের পরবর্তী ম্যাচ শুরু হবে বগুড়ায়। সেই ম্যাচে খুলনা বিভাগের সঙ্গে খেলবে ঢাকা বিভাগ।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।