ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

যে রেকর্ডে প্রথম বাংলাদেশি মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
যে রেকর্ডে প্রথম বাংলাদেশি মোসাদ্দেক ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ওয়ানডে অভিষেকের প্রথম বলেই উইকেট পাওয়া বোলারদের মধ্যে একমাত্র বাংলাদেশি মোসাদ্দেক হোসেন সৈকত। শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক ঘটে ২০ বছরের এ তরুণের।

 

ব্যাট হাতে ৪৫ বলে ৪৫  রানের লড়াকু ইনিংস খেলার পর বল হাতে নিয়েই উইকেটের দেখা পান এ অফস্পিনার।
 
আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শাহিদীকে বল করতে এসেই এলবিডব্লুউর ফাঁদে ফেলেন মোসাদ্দেক। ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে এসে আর্ম বল ছাড়েন এ তরুণ। ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লুউ হয়ে ফিরে যান শাহিদী।

 

২০৮ রানের মধ্য আফগান ব্যাটসম্যাদের আটকে রাখতে প্রাণপনে লড়ে যাওয়া বাংলাদেশি বোলারদের কাছে হুমকি হয়ে উঠেছিল সফরকারীদের তৃতীয় উইকেট জুটিটি। হাসমতউল্লাহকে ১৪ রানে ফিরিয়ে ৪৫ রানের জুটি ভেঙে উল্লাসে মাতেন মোসাদ্দেক।
 
এর আগে ২০৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের জোড়া আঘাতে ১৪ রানের মাথায় দুই উইকেট হারায় আফগানরা।
 
১৯৭২ সাল থেকে এ পর্যন্ত মোসাদ্দেক ছাড়াও ওয়ানডেতে ক্রিকেট বিশ্বের ২৩ জন বোলার আছেন যারা ওয়ানডে অভিষেকের প্রথম বলে উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। তবে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।