মিরপুর থেকে: ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা দল বাংলাদেশকে হারানো কম গর্বের নয় আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের জন্য। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা (১-১) এনেছে সফরকারীরা।
কিন্তু এমন জয়ের পরও মাঠে কোনো উদযাপন দেখা গেল না আফগান ক্রিকেটারদের। দেখে মনে হলো তাদের সারির কোনো দলকেই যেন হারিয়েছে তারা!
তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পাওয়া মোহাম্মদ নবী জানালেন উদযাপন না করার কারণ। আফগানদের আশা ওয়ানডে সিরিজ জিতেই চূড়ান্ত উদযাপন করবেন তারা।
মোহাম্মদ নবী বলেন, ‘আমরা সিরিজ জিততে সর্বোচ্চ চেষ্টা করবো এবং জিতে উদযাপন করবো। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের জয় প্রমাণ করে তারা দিন-দিন উন্নতি করছি। এ জয় আমাদের দেশের মানুষকে ক্রিকেটে আরও আগ্রহী করবে। জয়ের পর দেশের সবাই নিশ্চয়ই অনেক খুশি। ’
মিরপুরে বুধবারের ম্যাচে আফগানদের জয়ে দারুণ ভূমিকা রাখেন মোহাম্মদ নবী। ১০ ওভারে তিন মেডেনসহ মাত্র ১৬ রানে দুই উইকেট নেন তিনি। পরে ব্যাট হাতেও ৪৯ রান করে জয়ের পথকে সহজ করে দেন নবী।
অধিনায়ক আজগার স্তানিকজাইয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১০৭ রান যোগ করে জয়ের ভিত রচনা করেন এ অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসকে/এসআর