ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে বাদ পড়লেন ইংলিশ পেসার অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
বাংলাদেশ সফরে বাদ পড়লেন ইংলিশ পেসার অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরে ইনজুরির কারণে বাদ পড়লেন ইংলিশ টেস্ট দলের পেসার জেমস অ্যান্ডারসন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে এখনও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ডানহাতি এ বোলার।

গত পাকিস্তান সিরিজের পর ঘরোয়া লিগের কোনো ম্যাচে খেলেননি তিনি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অ্যান্ডারসনের বাংলাদেশে না আসার ব্যাপারটি নিশ্চিত করে। তবে
দ্যা গার্ডিয়ান জানায়, অ্যান্ডারসন তার ডান কাঁধের ইনজুরি থেকে এখন সুস্থ হয়ে ওঠেননি। কিন্তু সফরের ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অ্যান্ডারসনের বিপরীতে কে বাংলাদেশে আসবে তা এখনও নিশ্চিত করেনি। তবে জ্যাক বলকে নেওয়া হতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।