ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ইংল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ঢাকায় ইংল্যান্ড দল ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। দুবাই হয়ে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছান জস ‍বাটলাররা।

সূচি অনুযায়ী, ৪ অক্টোবর (মঙ্গলবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। এরপর মাঠে গড়াবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।

গত ২৬ আগস্ট নিরাপত্তা উদ্বেগ উড়িয়ে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরের সবুজ সংকেত দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার আগে তিনদিনের সফরে ঢাকায় এসে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন ইসিবির তিন সদস্যের প্রতিনিধি দল। তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতেই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমআরএম/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।