ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘স্বপ্ন ছিল মাশরাফি ভাইয়ের দলে খেলার’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
‘স্বপ্ন ছিল মাশরাফি ভাইয়ের দলে খেলার’

ঢাকা: বিপিএলের চতুর্থ দল পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। প্লেয়ার্স ড্রাফটে ‘সি’ ক্যাটাগরিতে থাকা সাইফুদ্দিনকে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দল পেয়ে দারুণ আনন্দিত এ তরুণ অলরাউন্ডার।
 
মোবাইল ফোনে অনুভূতি জানতে চাইলে বাংলানিউজকে সাইফুদ্দিন বলেন, ‘খুব ভালো লাগছে। বড় ব্যাপার হলো, স্বপ্ন ছিল মাশরাফি ভাইয়ের দলে খেলার। আশা ছিলো দল পাবো। মাশরাফি ভাইয়ের দলই যে পেয়ে যাবো ভাবিনি। ’
 
চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লীগ খেলছেন সাইফুদ্দিন। আপাতত জাতীয় লীগেই মন ধরে রাখতে চান ফেনীর এ ক্রিকেটার, ‘জাতীয় লীগ খেলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জন্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন ক্যাম্প শুরু হলেই লক্ষ্য ঠিক করবো। তবে ভালো খেলার লক্ষ্য তো থাকবেই। ’
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সাইফুদ্দিন ছাড়াও থিসারা পেরেরা, আশহার জাইদি, ইমাদ ওয়াসিমের মতো অলরাউন্ডার রয়েছেন।

ঘরের মাঠে বিশ্বকাপ খেলা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও দলের আরেক সদস্য জাকির হাসান দল পেয়েছেন বিপিএলে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকে/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।