ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজম-নওয়াজে পাকিস্তানের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
আজম-নওয়াজে পাকিস্তানের বড় জয় ছবি:সংগৃহীত

ঢাকা: বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরির পর মোহাম্মদ নওয়াজের অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস পদ্দতিতে ১১১ রানে হারালো পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজায় এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে লিড নিল আজহার আলীর দল।

এদিন পাকিস্তান ইনিংসের শেষদিকে ফ্লাড লাইটের আলোর সমস্যার কারণে খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে আম্পায়াররা ম্যাচটিতে এক ওভার কমিয়ে দেন। আর পাকিস্তান নির্ধারিত ৪৯ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৮৪ রান করে। তবে ডি/এল পদ্দতিতে আরও দুই রান বেড়ে যায়। কিন্তু ক্যারিবীয়রা ১৭৫ রানেই নিজেদের ইনিংসের সবকটি উইকেট হারায়।

 

জয়ের লক্ষ্যে খেলতে নেমে এদিন পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জেসন হোল্ডারের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা চার উইকেট তুলে নেন নওয়াজ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই অধিনায়ক আজহারের উইকেট খোয়ায় পাকিস্তান। তবে আরেক ওপেনার শারজিল খান ৫৪ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা বাবর আজম ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। করে ১৩১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটিংয়ে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে।

এদিকে এ ম্যাচ জয়ের মাধ্যমে ওয়ানডেতে সবচেয়ে ম্যাচ জয়ের দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে (৪৫৪) ছাড়িয়ে গেছে পাকিস্তান (৪৫৫)। এই সংস্করণে তাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে কেবল অস্ট্রেলিয়া (৫৪৭)।

আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।