ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে এসে খুশি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
বাংলাদেশ সফরে এসে খুশি ইংল্যান্ড ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পা রাখলো ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে দলটিকে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয়।

আর এই সফরে আসতে পেরে নিজেদের আনন্দের কথা জানালেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসেছে ইংলিশ ক্রিকেট দল। তবে এই সফরে নিরাপত্তার অজুহাতে আসেননি দলটির ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস। আর ইনজুরির কারণে শেষ দিকে সফর প্রত্যাহার করেন পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

এ প্রসঙ্গে স্ট্রাউস বলেন, ‘আমরা এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। এটা শারিরীক ও রুপকঅর্থে আমাদের জন্য লম্বা এক ভ্রমন। ক্রিকেটাররা নিরাপত্তার শঙ্কায় ছিল। তবে ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন আগেই বাংলাদেশ পর্যাবেক্ষণ করে সবুজ সংকেত দিয়েছেন। আর আমরা তার প্রতি সম্পূর্ণ ভরসা রাখছি। ’

তিনি আরও বলেন, ‘ বিমানবন্দরে আমি ক্রিকেটারদের ইতিবাচক মনোভাব দেখে খুশি হয়েছি। আসলে সিদ্ধান্ত হওয়ার পর ব্যাপারটি খুব সহজ হয়ে গেছে। এখন তারা কঠিন একটি সফরের জন্য প্রস্তুত। ’

এদিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে সফর করে এটাই প্রমাণ করলো এর আগে অস্ট্রেলিয়া এদেশে সফর না করার কোনো কারণই ছিল না। বরং ইংলিশরা চিন্তা করছে বর্তমান বিশ্বে ঝুঁকি ছাড়া কোনো জায়গা নেই।

বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও টাইগারদের সম্প্রতি সময়ের পারফরম্যান্সের প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানেই নিরাপদ দেখবো, সেখানেই আমরা সফর করবো এবং সেখানে যারা ক্রিকেট খেলে তাদের সমর্থন দেব। বাংলাদেশ লম্বা সময় ক্রিকেট খেলার পর এখন দারুণ অবস্থানে আছে। তারা আমাদের দু’বার হারিয়েছেও। এমনকি আমি অধিনায়ক থাকাকালেও তাদের বিপক্ষে হারার অভিজ্ঞতা হয়েছে। তারা প্রতিটি সিরিজে অসাধারণ পারর্ফম করে বর্তমানে দুর্দান্ত একটি দলে পরিণত হয়েছে। আমি মনে করি তাদের মাঠে আমাদের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ’

এদিকে ভিসা জটিলতার কারণে মূল দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে পারেননি হেড কোচ ট্রেভর বেইলিস। তবে আগামী সোম অথবা মঙ্গলবারের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। যেখানে শুক্রবার দু’দলের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।