ঢাকা: তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ব্যক্তিগত চার হাজার রানের মাইলফলের সামনে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুশফিক ব্যাট হাতে ৩৬ রান যোগ করতে পারলেই চার হাজারি ক্লাবে ঢুকে যাবেন এ ডানহাতি ব্যাটসম্যান।
গত ম্যাচে অবশ্য সুযোগ ছিল মুশফিকের মাইলফলক স্পর্শের। তবে উইকেটে সেট হয়েও ৩৮ রান করে আউট হন মুশফিক। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই (১ অক্টোবর) চার হাজারি অভিজাত ক্লাবে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি। ক্যারিয়ারের ১৬১তম ওডিআইতে খেলতে হবে ৩৬ রানের ইনিংস।
এর আগে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৫ এর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চার হাজার রান পূর্ন করেন সাকিব। চার হাজারি ক্লাবে পৌঁছাতে সাকিবের লেগেছে ১৪২ ম্যাচে ১৩৬ ইনিংস।
ওই বিশ্বকাপেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের বিপক্ষে এমন চূড়ায় ওঠেন তামিম। তামিমের লেগেছিল ১৩৬ ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস