ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটেও ভারত-পাকিস্তান যুদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ক্রিকেটেও ভারত-পাকিস্তান যুদ্ধ ছবি:সংগৃহীত

ঢাকা: কাশ্মীরের উরির ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে কথার যুদ্ধ। এছাড়া প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমে দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।

আর এবার এই আবহাওয়া ছড়িয়ে পড়লো দু’দেশের ক্রিকেটেও। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে আর কোনো ম্যাচ না খেলার আহবান জানায়।

ক্রিকেট বিশ্বে ইন্দো-পাক ম্যাচ মানেই ভিন্ন রকম স্বাদ। যেখানে দর্শক চাহিদাও পাওয়া যায় সবচেয়ে বেশি। যার কারণে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আইসিসি গ্রুপ পর্বেই দু’দলের খেলা রাখার চেষ্টা করে। তেমনি ইংল্যান্ডে অনুষ্ঠেয় আগামী ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও দু’দলের ম্যাচ রাখা হয়েছে।

তবে এই ম্যাচকে কেন্দ্র করে দ্বিমত পোষণ করেছেন ভারতীয় ক্রিকেট এন্ড কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট আনুরাগ ঠাকুর। তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে আইসিসিকে অনুরোধ জানিয়েছেন সংস্থাটি যেন দু’দেশের কোনো খেলা না রাখে। তবে এর বিপরীতে আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তান এমনিতেই কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি। তবে ২০১২-১৩ মৌসুমে ভারতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। এছাড়া গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দু’দল মুখোমুখি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।