ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে চেনা যাচ্ছিলো না সাব্বির রহমানকে। সিরিজের শেষ ম্যাচে হাসলো সাব্বিরের ব্যাট।
তৃতীয় ওয়ানডেতে পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় অধশতকের দেখা। শেষ পর্যন্ত তিনি ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান করে আউটট হন ডানহাতি এ ব্যাটসম্যান।
প্রথম দুই ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। বেশ চাপেই থাকার কথা তার। তবে চাপকে কিভাবে জয় করতে সেটি জানা বলেই হয়তো আজ ব্যাটিংয়ে নামলেন তিন নম্বরে। আর তাতেই রান খরা কাটলো।
ওপেনার সৌম্য সরকারের ব্যর্থতার দিনে হাসলো সাব্বিরের ব্যাট। বরাবরের মতো ব্যর্থ সৌম্য যখন ১১ রান করে সাজঘরে ফিরলেন স্কোরবোর্ডে রান তখন মাত্র ২৩। তার কিছুক্ষণ আগেই ক্যাচ উঠিয়েও ‘জীবন’ পান তামিম। সৌম্য বিদায়ের পর কিছুটা শঙ্কা ছিল তামিমকে নিয়েও। কিন্ত সব চাপ জয় করে সাব্বির রহমান শুরু থেকেই খেলে যান আত্মবিশ্বাসী ছাপে। উইকেটে এমন সাহসী তরুণকে উইকেট পেয়ে তামিমও ফেরেন ছন্দে।
এ দুজন মিলে বাঁচা-মরার ম্যাচে বড় সংগ্রহের দিকে রেখেছে বাংলাদেশকে। আর তাতে তামিম-সাব্বির জুটির অবদান ১৪০ রান। পাশাপাশি তামিম ৮৪ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস