ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবধান! গ্যালারিতে বাঘের আনাগোনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
সাবধান! গ্যালারিতে বাঘের আনাগোনা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এই মুহূর্তে যারা বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন তারা সাবধানে থাকবেন। কেননা যে কোনো সময়ই আপনার গ্যালারিতে এসে হাজির হতে পারে টাইগারদের দল!
 
ভয় পেলেন? না, ভয়ের কিছু নেই।

কারণ এই বাঘ সুন্দরবনের সেই রয়েল বেঙ্গল টাইগার নয়, এই বাঘ হলো মাশরাফি-সাকিব-তামিমদের প্রেরণা দানকারী মানুষরুপী বাঘ-যারা মাঠের ভেতরে থেকে দলকে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

মিরপুরের হোম অব ক্রিকেটে এই বাঘেদের আনাগোনা আজ নতুন নয়। তবে যেটা নতুন সেটা হলো তাদের সংখ্যা। এতদিন তাদের সংখ্যা ৬ জন হলেও আজ তারা সংখ্যায় ১২ জন। সাব্বির-তামিমরা চার-ছক্কা মারলে গ্যালারিতে বসে বাঘের মতো আক্রমনাত্মক অঙ্গভঙ্গি করে উৎসাহ যোগাচ্ছেন।


 
আজ আরও একটি বিষয় নতুন করে চোখে পড়লো। সেটি হলো, তারা আজ একই গ্যালারিতে বসে নেই। হেঁটে হেঁটে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে যাচ্ছেন শহীদ জুয়েল স্ট্যান্ডের দিকে আবার সেখান থেকে মোস্তাক স্ট্যান্ডের দিকে।
 
বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের দিন বলেই হয়তো বাঘেদের এমন আগাগোনায় আজ মুখর হয়ে উঠেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এইচএল/এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।