ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার মিরপুরে অনুশীলন ইংলিশদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
রোববার মিরপুরে অনুশীলন ইংলিশদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গতকাল রাতে ঢাকায় পৌঁছে শনিবার (১ অক্টোবর) সারাদিন বিশ্রামে কাটিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্রামের ফাঁকে টিম হোটেলের অদূরে কুর্মিটোলায় গিয়ে গলফ খেলেছেন জস বাটলার-মঈন আলীরা।

এমন বিশ্রামের অবকাশ অবশ্য আর আর পাচ্ছেন না বাংলাদেশ সফরে আসা ইংলিশ ক্রিকেটাররা।  

আগামীকাল থেকেই ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন তারা। রোববার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মিরপুর একাডেমি ও শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।  

কাল বাংলাদেশ দলের অনুশীলন নেই। আজ আফগানিস্তানর বিপক্ষে মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচটি (দিবারাত্রির) চলায় আগামীকাল বিশ্রামে থাকবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
 
ইংলিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে সোমবার (০৩ অক্টোবর) থেকে। এদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা অবধি অনুশীলন করবে টাইগাররা। ইংলিশরা অনুশীলন সেরে নেবে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।

বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।