ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সাইফ, অভিনন্দনের ঢল ফেসবুকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
বিপিএলে সাইফ, অভিনন্দনের ঢল ফেসবুকে

ফেনী: ‘আমাদের ফেনীর সাইফ, কুমিল্লা ভিক্টোরিয়ানসে’;  ‘মাশরাফির সাথে মাঠ মাতাবে একসাথে’ এমন নানা  শুভেচ্ছা আর অভিনন্দনে ভরে গেছে অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার ছেলে মোহাম্মদ সাইফ উদ্দিনের সাইফের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইমলাইন।
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে দল পেয়েছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

প্লেয়ার্স ড্রাফটে সি ক্যাটাগরিতে থাকা সাইফুদ্দিনকে নিয়েছে মাশরাফি বিন মুর্তজ‍ার দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এ খবর প্রচারের পর থেকেই ফোনে ও ফেসবুকে তাকে শুভেচ্ছা জান‍াতে শুরু করেন বন্ধু ও শুভানুধ্যায়ী। বিপিএলে সাইফের সাফল্য কামনা করেছেন তারা।

ফেসবুকে একজন লিখেছেন, আমাদের ফেনীবাসীর ক্রিকেট গর্ব সাইফ উদ্দিন। আমাদের ফেনীবাসীর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো সাইফের জন্য।

মোহাম্মদ ফয়জুর রহমান নামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের এক সমর্থক মন্তব্য করেছেন, আপনাকে আমরা পেয়ে আনন্দিত। আশা করি বিপিএলে চমক দেখিয়ে জাতীয় দলে যাবেন।

সাইফকে অভিনন্দন জানিয়েছেন যাদের হাত ধরে তার ক্রিকেট খেলার শুরু তারাও। ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সভাপতি চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজীব, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অপু, শৈশবের প্রশিক্ষক রফিকুল ইসলাম রবিন, আরিফুল আমীন রিজভীসহ ঘনিষ্ঠরা।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।