ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশে আছেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশে আছেন যারা

ঢাকা: বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড ক্রিকেট দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর)  প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে। ৫০ ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ম্যাচটির জন্য বিসিবি একাদশ নামে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বিসিবি একাদশে রয়েছেন সৌম্য সরকার, নাসির হোসেন, আল-আমিন হোসেনের মতো ক্রিকেটার। রবি ফাস্ট বোলার হান্টের আবিষ্কার এবাদত হোসেন প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বিসিবি একাদশে।  

টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, মো: আল আমিন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মো: মানিক।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।