ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিতের ব্যাটে ভর করে বড় টার্গেটের পথে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
রোহিতের ব্যাটে ভর করে বড় টার্গেটের পথে ভারত রোহিত শর্মা-ছবি:সংগৃহীত

ঢাকা: রোহিত শর্মার ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে বড় টার্গেটের পথে ভারত। দিন শেষে আট উইকেট হারিয়ে ২২৭ রান করেছে বিরাট কোহলির দল।

যেখানে ইতোমধ্যে কিউইদের টার্গেট দাঁড়িয়েছে ৩৩৯ রান।

 

কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি ভারত। নিউজিল্যান্ড বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ৪৫ রান আসে চলতি সিরিজে আগের তিন ইনিংসে বাজে খেলা অধিনায়ক কোহির ব্যাট থেকে।

তবে শেষদিকে রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিড নিতে পারে দলটি। রোহিত ৮২ রান করে মিচেল স্ট্যান্টনারের বলে আউট হয়েছেন। মাঠ ছাড়ার আগে উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ ৩৯ ও ভুবেনশ্বর কুমার আট রানে অপরাজিত আছেন।   কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও স্ট্যান্টনার। আর দুটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।

এর আগে দ্বিতীয় দিন ১২৮ রানে সাত উইকেট হারানো সফরকারীরা তৃতীয় দিন আরও ৭৬ রান যোগ করে ২০৪ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন স্পিন বোলার জিতেন প্যাটেল। ভারতীয় বোলারদের মধ্যে কুমার সর্বোচ্চ পাঁচ উইকেট পান। তিন উইকেট তুলে নেন মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।