ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার গরমে নাকাল ইংলিশ শিবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
ঢাকার গরমে নাকাল ইংলিশ শিবির ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের আজকের তাপমাত্রা যেখানে ৭ ডিগ্রি সেলসিয়াস সেখানে ঢাকার ৩২ ডিগ্রি। তারতম্যটা দুই বা পাঁচ ডিগ্রীর হলেও কথা ছিল।

স্ট্রেইট ২৫ ডিগ্রি। আর তাপমাত্রার এই তারতম্যের জন্যই প্রাণ ওষ্ঠাগত হবার মত অবস্থা সফরকারী ইংলিশ শিবিরের।

কেননা গরমে ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা ঢাকার এই গরম যেন সহ্যই করতে পারছেন না। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসা ইংল্যান্ড দলকে সোমবার (৩ অক্টোবরের) অনুশীলনে তাই মনে হল।

মিরপুর একাডেমির মাঠে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলনের সময় দেখা গেল ইংল্যান্ড দল বারবারই আইসব্যাগ ঘারে চেপে ধরছেন, গরমের প্রচন্ডতায় শরীর থেকে অঝোরে ঝড়ে পড়া ঘাম মুছছেন তোয়ালে দিয়ে, পানিও খাচ্ছেন পর্যাপ্ত। দেখতে দেখতে এক পর্যায়ে হোটেল থেকে নিয়ে আসা আইস ব্যাগ শেষ হয়ে গেল। কী আর করা অনুশীলন চালিয়ে যেতে পরে মাঠের ভেতরই তৈরী করা হলো নতুন আইসব্যাগ। আর তাতেই রক্ষা, টানা তিন ঘণ্টার অনুশীলনে ঘাম ঝড়ালেন জস বাটলার বাহিনী।        

মঙ্গলবার (৪ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর এ ম্যাচকে সামনে রেখে দিনের অনুশীলনের জন্য কঠোর নিরপত্তার ভেতর দিয়ে সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমিতে প্রবেশ করে ইংল্যান্ড দল।

প্রবেশ করেই জিমে হালকা গা গরম করে নেমে পড়ে অনুশীলনে। অনুশীলনের প্রথমে তারা দুই দলে ভাগ হয়ে নেটে করেছেন ব্যাটিং অনুশীলন। যেখানে শুরুটা করেন ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার মঈন আলী। আর বলহাতে শুরুটা করেন স্পিনার আদিল রশিদ। বোলিংয়ে এদিনের অনুশীলনে গুরুত্ব পেয়েছে মূলত স্পিন বোলিং।

এদিকে ইংলিশ দলের সাথে দেখা করতে গাজীপুর শ্রীপুর থেকে এসেছে ‘ইউনিক নারী ক্রিকেট দলের সদস্যরা। ব্রিটিশ এয়ারওয়েজের আর্থিক সহযোগিতায় ৩০ বছর আগে শ্রীপুরে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে দলটি গঠন করা হয়। তাদের সঙ্গেই টিম ইংল্যান্ড কিছুটা সময় কাটিয়েছে ক্যাচ অনুশীলনে।

এরপর শুরু হয় ব্যাটিং অনুশীলন যেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছেন ইংলিশ দলে নতুন ডাক পাওয়া ব্যাটসম্যান বেন ডাকেট। অধিনয়ক জস বাটলারকে দেখা গেল দীর্ঘ সময় ব্যাপি কিপিং অনুশীলন করেছেন। এরপর আলাদা আলাদা করে চলেছে ক্যাচ অনুশীলন।

ক্যাচ অনুশীলন শেষ করে জস বাটলার ও জনি বেয়ারষ্টোরা করেছেন ব্যাটিং অনুশীলন।

 

তবে ইংলিশ পেসাররা কেউই বোলিং করেননি। প্রচন্ড গরম তাই হয়তো। ইংলিশদের দেখে মনে হচ্ছিলো ঢাকার কন্ডিশনের সাথে তাদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। উল্লেখ করার মত বিষয় হলো গরমের প্রচন্ডতায় কোন ব্যাটসম্যনই টানা ছয় বলের বেশি ব্যাটিং অনুশীলন করতে পারেননি।

সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুশীলন চললো দুপুর ১টা পর্যন্ত। গণমাধ্যমের সাথে কথা বলার কোন শিডিউল ছিল না, তাই আবার নিরাপত্তার চাদের মুড়ি দিয়ে টিম হোটেলে ফিরে গেলেন ইংলিশরা।


 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।