ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের মাঠে ২৫০তম টেস্ট জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
দেশের মাঠে ২৫০তম টেস্ট জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত ছবি:সংগৃহীত

ঢাকা: অনন্য এক মাইলফলক পার করলো ভারতীয় ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে দেশেরে মাঠে ২৫০তম টেস্ট জিতলো বিরাট কোহলির দল।

আর এ ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের টেস্টে ২-০তে সিরিজও নিজেদের করে নিল দলটি। সেই সঙ্গে চিরশত্রু পাকিস্তানকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিল টিম ইন্ডিয়া।

স্কোর: ভারত-৩১৬ ও ২৬৩
নিউজিল্যান্ড-২০৪ ও ১৯৭

সোমবার ম্যাচের চতুর্থ দিন ৩৭৬ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। এদিন শুরুটা দারুণ করে কিউইরা। দলীয় ৫৫ রানে হারায় ওপেনার মার্টিন গাপটিলকে। তবে আরেক ওপেনার টম ল্যাঠাম ৭৪ রানে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি।

এর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারতীয় বোলাররা। এসময় রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার স্পিনে নাকাল হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ লুক রঞ্চির ব্যাট থেকে আসে ৩২ রান। অশ্বিন ও জাদেজা দু’জনই তিনটি করে উইকেট পান। পেসার মোহাম্মদ শামি নিয়েছেন দুটি উইকেট।

এর আগে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে আট উইকেট হারানো ভারত চতুর্থ দিন বাকি দুই উইকেট হারিয়ে আরও ৩৬ রান যোগ করে। স্বাগতিকদের হয়ে ৫৮ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ। তিনি প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।     

আগামী ৮ অক্টোবর ইন্দোরে দু’দলের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।