ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে শক্ত হাতেই নেবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ভারতকে শক্ত হাতেই নেবে পাকিস্তান ছবি:সংগৃহীত

ঢাকা: কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিদ্যমান। আর ব্যাপারটি এখন আর কূটনৈতিক পাড়াতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দু’দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে।

ভারতীয় ক্রিকেটের প্রধান আনুরাগ ঠাকুর ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট নয়। সেই সঙ্গে তিনি আইসিসিকে অনুরোধ জানিয়েছেন, সংস্থাটির বৈশ্বিক আসরগুলোতে গ্রুপ পর্বে যেন দু’দলকে এক সঙ্গে না রাখা হয়।

এদিকে আনুরাগের এমন বক্তব্যের পর তাকে এক হাত নিলেন আইসিসি’র সাবেক প্রেসিডেন্ট এহসান মানি। বর্তমানে পিসিবি’র নির্বাহীয় কমিটির এ সদস্য জানান বিসিসিআই প্রেসিডেন্টের এমন উত্তেজক বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে আইসিসি’র পরবর্তী সভায় ভারতকে শক্ত হাতে নেবে পাকিস্তান।

মানি বলেন, ‘আইসিসি’র সভায় আনুরাগ ঠাকুরের এমন বক্তব্যের জবাব দেবে পাকিস্তান। সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বর্তমান শাসক দলের সদস্য। আইসিসিকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে সে পাকিস্তান ক্রিকেট নিয়ে কিভাবে এমন মন্তব্য করে। ’

তিনি আরও বলেন, ‘ভারত এখন বলছে তারা আইসিসি’র টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না। অথচ সত্যিটা হচ্ছে বৈশ্যিক আসরগুলোতে এ দু’দলের খেলা থাকলে আইসিসি প্রচুর অর্থ আয় করে। আর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে বিগ-থ্রী থাকাকালীন ভারতই এমন প্রক্রিয়া চালু রাখতো। ’

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি’র সভা অনুষ্ঠিত হবে। যেখানে সংস্থাটির পূর্ণ সদস্যের প্রতিটি দলের প্রতিনিধি উপস্থিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।