ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় টেস্টে ছিটকে গেলেন ভুবেনেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
তৃতীয় টেস্টে ছিটকে গেলেন ভুবেনেশ্বর ভুবেনেশ্বর কুমার-ছবি:সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে ইনদোরে নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ছিটকে গেলেন ভারতীয় পেসার ভুবেনেশ্বর কুমার। তার পরিবর্তে দলে সুযোগ পেলেন শারদুল ঠাকুর।

কলকাতায় দ্বিতীয় টেস্টে চোট পান ডানহাতি বোলার ভুবেনেশ্বর।

ইডেন গার্ডেনসে ভারতের ১৭৮ রানে জয়ে দারুণ ভূমিকা রাখেন ভুবেনেশ্বর। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ মোট ছয় উইকেট নেন তিনি। ফলে ১১২ রানে লিড নিতে পারে স্বাগতিকরা। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

এদিকে ভুবেনেশ্বরের ইনজুরিতে দলটির পেস বোলিং আক্রমণে ব্যাপক আঘাত খেল। এর আগে সিরিজ শুরুর আগে ইশান্ত শর্মা ইনজুরিতে পড়েছিলেন।

ঠাকুর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি। তবে ভারতের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের স্কোয়াডে ছিলেন মুম্বাইয়ের এই বোলার।

প্রথম দুই টেস্ট জিতে ভারত ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।