ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন (ভিডিও) ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশে ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ ইংলিশ বধ দেখতে মুখিয়ে থাকা ক্রিকেট পাগল দর্শকদের ঢল নেমেছে মিরপুরে।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথ থেকে টিকিট সংগ্রহের জন্য বৃহস্পতিবার (০৬ অক্টোবর) মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন ক্রিকেট পাগল দর্শক।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইনডোর স্টেডিয়ামের সামনে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। এ সময় পর্যন্ত টিকিট প্রত্যাশীদের লাইন মিরপুর সাড়ে ১১ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ‍ছাড়িয়ে গেছে।

তবে সবচেয়ে বে‌শি ভিড় কাউন্টারের সামনে। সেখানে ১১টি সা‌রিতে দাঁড়ানো মানুষ ছাড়াও আশপাশে মানুষের তীব্র জটলা রয়েজে।

এদিকে, বৃষ্টিতে রাস্তা জমা কাদা-পানিতেও বিকার নেই ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়সী নারী-পুরুষদের।

তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকলেও টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টার পর।

‌ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথের কাছে দা‌য়িত্বরত পু‌লিশের উপপ‌রিদর্শক (এসআই) আবদুশ শ‌হিদ বাংলানিউজকে বলেন, দর্শকদের লাইন এক কিলো‌মিট‌‍ারের বেশি লম্বা। কয়েক হাজার মানুষের ভিড়, ফলে মানুষকে শান্ত রাখা কঠিন হয়ে পড়ছে। লাইনে দাঁড়ানো কয়েক যুবক জানালেন, হাজার হাজার মানুষ লাইনে। কিন্তু টিকিট কতজন পাবে। যারা আসলেই খেলা দেখবে তার‍া টি‌কিট নিতে আসলে লাইন এতো দীর্ঘ হতো না। এখন কালোবাজারিদের দাপটে লাইনে ধাক্কাধা‌ক্কি হচ্ছে।

ভৈরব থেকে সকালের ট্রেনে ঢাকা এসেছেন মো. আরমা‌ন নামে একজন তরুণ। কিন্তু এতো লম্বা লাইন দেখে তিনি আর লাইনে দাঁড়াননি।

শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এসএ/জিপি/এসআর

**
রাতভর টিকিটের লাইনে, কালোবাজারিতে আনন্দ ম্লানের শঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।