ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ঢুকেই অনুশীলনে বাংলাদেশ ও ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
মাঠে ঢুকেই অনুশীলনে বাংলাদেশ ও ইংল্যান্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচ শুরুর দুই ঘন্টা আগেই শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছে গেছে স্বাগতিক ও সফরকারী দল।

মাঠের দুই প্রান্তে অনুশীলনও শুরু করেছে দুই দলের ক্রিকেটাররা।

হোটেল রেডিসন ব্লু থেকে আলাদা তিনটি বাসে যাত্রা করে নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে একই সঙ্গে স্টেডিয়ামে পৌঁছে দু’দল।

সিরিজের প্রথম ওয়ানডেকে ঘিরে মিরপুর এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। আর্মড পুলিশ, র‌্যাব ছাড়াও পুলিশেরই প্রায় ১৬শ’ সদস্য স্টেডিয়াম ও তার আশে-পাশে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত।  

সিরিজের প্রথম ওয়ানডে দেখতে সকাল থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় করে দর্শকরা। দুপুর ১টায় দর্শক প্রবেশের গেট উন্মুক্ত করা হবে।

সবশেষ চার ম্যাচে মুখোমুখি দেখায় ইংলিশদের তিনবার হারিয়েছে বাংলাদেশ। জয় তিনটি এসেছে ব্রিস্টল, চট্টগ্রাম ও অ্যাডিলেডের মাঠে। মিরপুরে প্রথমবারের মতো ইংলিশ-বধের অপেক্ষায় টাইগ্রারপ্রেমিরা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু দুপুর আড়াইটায়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এসকে/এমআরএম

আরও পড়ুন...
** মিরপুরে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
** টিকিট প্রত্যাশীদের হটাতে জলকামান (ভিডিওসহ)​
** মিরপুরে টিকিটের জন্য হাহাকার
** মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন (ভিডিও)
** রাতভর টিকিটের লাইনে, কালোবাজারিতে আনন্দ ম্লানের শঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।