মিরপুর থেকে: দীর্ঘ ২৯ ঘণ্টার প্রতীক্ষার টিকিট হাতে। এর মধ্যে মাথার উপর দিয়ে ঝড়ে গেছে ঝুম বৃষ্টি, নির্ঘুম কেটেছে রাত আর দাঁড়িয়ে থাকার ক্লান্তিতো আছেই।
আনন্দ হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়। আর এমন আনন্দ ও উচ্ছ্বাস ভরা কন্ঠ নিয়ে আরিফুল জানালেন, ‘খুব আনন্দ লাগছে ভাই। বাংলাদেশের খেলা দেখার জন্য গতকাল সন্ধ্যা ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছি। অনেক ধাক্কা খেয়েছি, টিকিট আনতে গিয়ে চাপও খেয়েছি। এখন হাতে পেয়ে ভীষণ ভাল লাগছে। ’
শুধু আরিফুলই নন, এরকম কয়েক হাজার ক্রিকেট ভক্ত এই মুহুর্তে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রিয় বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য। শুক্রবার (৭ অক্টোবর) সকালে মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামের গেট ও গেট সংলগ্ন রোকেয়া সরনীতে এসে দেখা গেল টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। টিকিট বুথ থেক শুরু করে লাইন গিয়ে শেষ হয়েছে একেবারে মিরপুর ১২ নম্বর পর্যন্ত।
ঢাকার তো বটেই এখানে আছেন ঢাকার বাইরের জেলা থেকে আসা হাজারও সমর্থক। কেউ নোয়াখালী, সিলেট, চাঁদপুর আবার কেউবা এসেছেন কুমিল্লা থেকে। পাভেল নামের এক সমর্থককে দেখা গেল রোকেয়া সরণীর পাশে যাত্রী ছাউনিতে বসে ঝিমাচ্ছেন।
ঝিমানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল রাত ১১টায় সিলেট থেকে এসে আমি লাইনে দাঁড়িয়েছি। এসে দেখি আমার আগে ৪ হাজার মানুষ। রাতে বৃষ্টি হয়েছে কোথাও যাওয়ার জায়গা না থাকায় এখানে দাঁড়িয়ে ভিজেছি। ’
শুধু পাভেলই নন এই মুহূর্তে লাইনে অপেক্ষমান আছে হাজার দর্শক। কিন্তু নেই সেই পরিমান টিকিট। কত টিকিট এখানে দেয়া হয়েছ সেটাও কেউই জানেন না। ফলে এত কষ্ট স্বীকার করে দাঁড়ানো এই মানুষগুলো আদৌ টিকিট পাবেন কী না, সেটি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে!
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১৬
এইচএল/এমআরএম