মিরপুর থেকে: ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সবশেষ চারবারের দেখায় তিন ম্যাচেই শেষ হাসি হাসে টাইগাররা।
শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি শুরু হবে। আগের তিনটি জয় আসে ব্রিস্টল, চট্টগ্রাম ও অ্যাডিলেডে। এবার মিরপুরে প্রথমবারের মতো ইংলিশ-বধের অপেক্ষায় স্বাগতিক ক্রিকেটপ্রেমীরা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে (২-১) ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সেরে নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ছন্দে না থাকলেও তৃতীয় ম্যাচেই ১৪১ রানের দাপুটে জয় তুলে নেয় মাশরাফিবাহিনী। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে ১০০তম ওয়ানডে জয়। এর মধ্য দিয়ে দেশের মাটিতে টানা ষষ্ঠ ওডিআই সিরিজ জেতার গৌরব অর্জন করে টিম বাংলাদেশ।
ফতুল্লায় অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির (১২১) সুবাদে ওপেনিং তামিম ইকবালের সঙ্গী হিসেবে সৌম্য সরকারের জায়গায় আসতে পারেন ইমরুল কায়েস। পেসার আল অামিন হোসেন ও নাসির হোসেনের একাদশে থাকার সম্ভাবনা কম। অন্যথায়, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশটি অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, নিজেদের শেষ ওয়ানডে থেকে ছয়টি পরিবর্তন করছে ইংলিশরা। অ্যালেক্স হেলস ও ইয়ন মরগান বাংলাদেশ সফরে আসেননি। ওডিআই সিরিজে বিশ্রামে জো রুট। ইনজুরিতে মার্ক উড ও বাদ পড়েছেন ক্রিস জর্ডান। হেলসের জায়গা নিতে পারেন জেমস ভিঞ্চি। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তরুণ ব্যাটসম্যান বেন ডাকেট।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম