মিরপুর থেকে: মাস-দিন-ঘন্টার অপেক্ষা শেষ। ইতোমধ্যে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড বহু আকাঙ্খিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হলো ম্যাচটি। ম্যাচ নিয়ে উত্তেজনা যেমন আছে মাঠে আসা দর্শকদের মাঝে তেমনি আছে কৃতজ্ঞতাবোধ।
গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বমানের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তার পর ইংলিশরা বাংলাদেশ সফরে রাজী হয়। বাংলাদেশের প্রতি তাদের বিশ্বস্ত মনোভাবে ক্রিকেটসংশ্লিষ্টরা যেমন কৃতজ্ঞ। টাইগারপ্রেমি-দর্শকরাও তেমনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
খেলা দেখতে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনসুর হাবিব বাংলানিউজকে বলেন, ‘ইংল্যান্ড দল বাংলাদেশে এসেছে এজন্য আমরা দর্শকরা তাদের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেট বাংলাদেশের প্রাণ। এটা যে তারা বুঝতে পেরেছে এটা অনেক বড় বিষয়। মাঠে জয়-পরাজয় যাই হোক। ম্যাচটা উপভোগ করবো। ’
মনসুরের বন্ধু রাকিব হাসান ইংলিশদের বিপক্ষে টাইগারদের ২২ গজের লড়াই নিয়েই ভাবতে চান, ‘সেরাটা খেলতে পারলে আজ বাংলাদেশ জিতেই মাঠ ছাড়বে। ইংল্যান্ড খুব প্রফেশনাল একটা দল। ওদের স্ট্যামিনা অনেক। জিততে হলে প্রচুর স্ট্যামিনা নিয়ে খেলতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। ইংল্যান্ড ফিল্ডিংয়েও অনেক এগিয়ে। আজ ফিল্ডিংটাও ভালো করতে হবে আমাদের। ’
পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা-বধের পর পর বাংলাদেশের সামনে বড় প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। সবশেষ চার ম্যাচ মোকবেলায় এ শক্তিশালী দলটিকে তিনবার হারিয়েছে বাংলাদেশ। এ সিরিজে জয় পেলে বাংলাদেশের মর্যাদা বিশ্বের কাছে আরও বাড়বে বলে মনে করেন মাঠ ও মাঠের বাইরের দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস