ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম তিন ম্যাচে বিশ্রামে অশ্বিন, জাদেজা, শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
প্রথম তিন ম্যাচে বিশ্রামে অশ্বিন, জাদেজা, শামি জাদেজা ও অশ্বিন-ছবি:সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য দল ঘোষণা করেছে ভারত। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে দলের সেরা তিন বোলার রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিকে।

এই তিনজনই চলমান টেস্ট সিরিজে রয়েছেন। তাই ভারতের নিজেদের মাটিতে ২০১৬-১৭ মৌসুমে আসছে ১১ টেস্টে তাদের রাখতে বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে ২০১৫ সালের অক্টোবরে শেষ ওয়ানডে খেলা সুরেশ রায়নাকে দলে নেওয়া হয়েছে। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল।

ভারতের গত জিম্বাবুয়ের ওয়ানডে সফরে দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী ১৬ অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

প্রথম তিন ম্যাচের জন্য ভারত দল:

মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কে রাহানে, বিরাট কোহলি, মানিশ পান্ডে, সুরেশ রায়না, হার্দিক পান্ডে, আক্সার প্যাটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, জাসপ্রিত বুমরাহ, ধাওয়াল কুলকার্নি, উমেশ যাদব, মানদিপ সিং, কেদার যাদব।

দলে ঢুকলেন: রোহিত শর্মা, আজিঙ্কে রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ড্য, অমিত মিশ্র, উমেশ যাদব।

বাদ পড়লেন: যুগেন্দ্র চাহাল, ঋষি ধাওয়ান, ফয়েজ ফজল, কারুন নায়ার, লোকেশ রাহুল, আম্বাতি রায়দু, বারিন্দ্রান স্রান, জয়দেব উনাদকাট।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।