ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত ফিল্ডিং বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
দুর্দান্ত ফিল্ডিং বাংলাদেশের ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ফিল্ডিং করছে বাংলাদেশ দল। মাশরাফি, সাকিব, সাব্বিরদের অসাধারণ ফিল্ডিংয়ে মুগ্ধ শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শকরা।

শফিউল-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে বল আটকে, দুর্দান্ত থ্রো আর ক্যাচ ‍লুফে নিয়ে তাল মেলাচ্ছেন বাংলাদেশের ফিল্ডাররা।


 
মাশরাফির করা প্রথম ওভারের প্রথম বলে জ্যাসন রয়ের কাভার ড্রাইভ বাউন্ডারি সীমানায় দুর্দান্ত ডাইভে চার আটকে দেন সাকিব আল হাসান। ইনিংসের ষষ্ঠ ওভারে মিডঅনে দাড়ানো মাশরাফি বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে চার বাঁচান।

ইনিংসের ১০ম ওভারের তৃতীয় বলে থার্ডম্যান সীমানা থেকে চার বাঁচাতে তামিমের বলের উপর ঝাপিয়ে পড়ার প্রচেষ্টাও মুগ্ধ করার মতো।


 
ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠতে থাকা জ্যাসন রয়ের (৪১) উড়িয়ে মারা বল লং-অফ সীমানায় আত্মবিশ্বাসী ক্যাচ ও পরে সরাসরি থ্রো’য়ে জনি বেয়ারস্টোকে ০ রানে রান আউট করে সাজঘরে পাঠানোও ছিল অসাধারণ ফিল্ডিং প্রদর্শনীর অংশ। ব্যাটসম্যানদের সোজা ব্যাটে খেলা শট শফিউল কয়েকবারই ফিরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।