মিরপুর থেকে: দুপুর আড়াইটায় বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের শুরুতে গ্যালারির দিকে তাকিয়ে অবাকই হতে হলো। দর্শক কই? যে সিরিজটির জন্য এত অপেক্ষা সেই সিরিজের প্রথম ম্যাচে গ্যালারি অনেকটাই ফাঁকা!
তবে সময়ের সঙ্গেই শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির চিত্র পাল্টেছে।
স্বপরিবারে যারা খেলা দেখতে এসেছেন তাদের বেশিরভাগই স্টেডিয়ামে এসেছেন বিকাল ৪টার পর। নিরাপত্তা ঘেরাটোপ পেরোতে আবার অনেকের সময় লেগেছে। তাছাড়া বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে নামায় অনেকেই ভেবেছেন যাই ধীরে-সুস্থে ব্যাটিংটাই দেখবো।
বিকাল সাড়ে ৪টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন কল্যানপুরের বাসিন্দা সারোয়ার হোসেন। দেরিতে স্টেডিয়ামে প্রবেশের কারণ জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, ‘জুম্মার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে মাঠে আসার প্ল্যান ছিল। যখন দেখলাম বাংলাদেশ পরে ব্যাট করবে, ভাবলাম তাড়াহুড়া না করি। ’
প্রায় হাজার পাঁচেক দর্শক নিয়ে ম্যাচ শুরু হলেও ধারণক্ষমতা (২৬ হাজার) ছাড়িয়ে গেছে মিরপুরে। টিকিট নিয়ে স্টেডিয়ামে এসে সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে খেলা দেখছেন। ছুটির দিনে (শুক্রবার) ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পড়ায় খেলা দেখার আগ্রহ মাত্রা ছাড়িয়েছে।
দুই দলের ড্রেসিংরুমের উপরে অবস্থিত গ্র্যান্ডস্ট্যান্ডে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সামনের আসনের এক সারি সিট ফাঁকা রাখা হয়েছে। পুলিশ সদস্যরা উভয়মুখে (মাঠ ও গ্যালারি) তাকিয়ে চোখে চোখে রাখছেন দর্শকদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গ্র্যান্ডস্ট্যান্ড থেকেই মেহেদি হাসান নামে এক মাশরাফি ভক্ত মাঠে ঢুকে পড়েন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস