ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিডনিতে অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
সিডনিতে অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট

অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে সিডনিতে শুরু হয়েছে অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুইটি গ্রুপে অংশ নিয়েছে মোট ১৮টি দল।

প্রতি সপ্তাহের রোববার সিডনির মোট চারটি ক্রিকেট মাঠে ৮টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

মূলত ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাল্টি কালচারাল কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে ২০১৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে, অরিজিন ক্রিকেট কাপ। পাশাপাশি মাঠ পর্যায় থেকে বর্তমান এবং আগামী প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার খোঁজার কাজও করছে অরিজিন। এরই ধারাবাহিকতায়, গত রোববার সিডনির ক্লেমটন পার্কে, উদ্বোধন করা হয় এ বছরের অরিজিন ক্রিকেট কাপ। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভূত লিবারেল নেতা শাহে জামান টিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাক্তন কাউন্সিলর কার্ল সালেহ, স্টেট নির্বাচনের প্রার্থী সুফি কটসিস, অরিজিন ক্রিকেটের চেয়ারম্যান মোদাচ্ছের রাব্বানী, প্রেসিডেন্ট মোহাম্মদ হুদাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

অরিজিন ক্রিকেটের প্রতিষ্ঠাতা মাহিন আবেদীন বলেন, মাল্টিকালচারাল সোসাইটিতে প্রবাসী বাংলাদেশিদের খেলার সুযোগ করে দিতেই এ আয়োজন। এখান থেকে দক্ষ খেলোয়াড়রাই আগামীতে অস্ট্রেলিয়া এমনকি বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলবে, এটাই স্বপ্ন, এটাই উদ্দেশ্য।

শুরুতে একক প্রচেষ্টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও, আগামীতে অরিজিনের সঙ্গে এক হয়ে কাজ করতে চায়, ২০ বছরের পুরনো বাংলাদেশিদের টুর্নামেন্ট ‘বিডি গোল্ড কাপ’।

প্রবাসী পিতা-মাতাদের প্রতি আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলম বলেন, ক্রিকেটে আমাদের ছেলে-মেয়েদের ক্যারিয়ার গড়তেই এই উদ্যোগ। অস্ট্রেলিয়ান ক্রিকেটে আমাদের অবস্থান তৈরি করতে সন্তানদের খেলায় উদ্যোগী করুন।

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ১৮টি দলের মধ্যে বাংলাদেশিদের রয়েছে মোট ১১টি। বাকি সাতটি দলের নেতৃত্বে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকানরা।

‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- একাত্তর, সিলভার বুলেটস, অ্যাসাসিন, সিডনি ইগনাইট ক্লাব, হায়দ্রাবাদ টাইটানস, অবার্ন স্টারস, মাইনর কুঞ্জুস, সিগালস ইউনাইটেড, সিডনি স্লিড। অন্যদিক, গ্রুপ ‘বি’ গ্রুপে রয়েছে- সিডনি টাইটানস, সিডনি স্ট্রাইকার্স, ব্লোড অ্যান্ড সিক্স, ওয়াইলি পার্ক সুপার স্টারস, পাওয়ার সোর্স, শিখ ওয়ারিয়র্স, হাজারা স্টার্স, অজি এনএসইউইআরএস, লিওপার্ডস ইলাভেন।

উদ্বোধনী দিনে নিজেদের প্রথম খেলায় জয়ের মুখ দেখেছে একাত্তর, মাইনর কুঞ্জুস, সিগালস ইউনাইটেড, অজি এনএসইউআরস, হায়দ্রাবাদ টাইটানস, হাজারা স্টারস ও বোল্ড অ্যান্ড সিক্স। সেরা দুই দলকে নিয়ে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অরিজিন ক্রিকেট কাপের ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।