ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পাপনের, বিবেচনায় নেই নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পাপনের, বিবেচনায় নেই নাসির নাসির ও পাপন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে ভয়ের কোন কারণই দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কেননা মাশরাফি, সাকিবদের যে মেধা আছে তার সঠিক প্রয়োগ করা গেলে দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই সিরিজে ফেরা সম্ভব বলে তিনি মনে করেন।

ক্যাচ মিস, মিস ফিল্ডিংয়ের মহরা, রিয়াদ, মুশফিক ও সাব্বির সহ লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের উইকেটে বিলিয়ে দেয়ার প্রতিযোগিতায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরে যায়। তবে এই ভুলগুলো শুধরে নিজেদের স্বাভাবিক খেলাটি খেলতে পারলে দ্বিতীয় ওয়ানডেতেই টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে বলেও তিনি বিশ্বাস করেন।

পাপন বলেন, ‘ইংল্যান্ড এমন কোন দলনা যাদের ভয় পেতে হবে। আমাদের স্বাভাবিক খেলাটি খেললেই আমরা জিতবো। দু্’একজন প্লেয়ার ছাড়া প্রথম ম্যাচে মেধা অনুযায়ী কেউ খেলতে পারে নি। আমরা যদি আমাদের ৫০ ভাগও দিতে পারতাম তাহলেও জিততাম। আমাদের মেধানুয়ায়ী খেললে ইংল্যান্ডের বিপক্ষে জেতা কঠিন কিছু না। ’

শনিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমের সামনে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানেডতে বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটনম্যানরা যখন ধুঁকছিলেন তখন ঘুরে ফিরে বারবারই এসেছে ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেনের নাম। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নাসিরের দলে ফেরা নিয়ে বেশ জোরে সোরে দাবী জানানো হয়।

সঙ্গতকারণেই গণমাধ্যম কর্মীরা পাপনের কাছে নাসিরের একাদশে অন্তর্ভূক্তি নিয়ে জানতে চান। আর এর উত্তরে তিনি বলে, ‘ওকে আনতে হবে মোশাররফ হোসেন রুবেলের জায়গায়। কেননা একজন (সাকিব) বাঁহাতি স্পিনার নিয়ে ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে খেলা কঠিন। যেহেতু ইংল্যান্ডের চারজন ডানহাতি হিটার আছে তাই কাজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ’

উল্লেখ্য বাংলাদেশে দলের আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। আর মোশাররফ দলে এসেছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানেডতে তাইজুল ইসলামের জায়গায়।

তাই নাসিরকে দলে ফেরানো সদিচ্ছা নির্বাচকদের সত্যিই থেকে থাকলে সেটা হতে পারে নবাগত মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায়। মোসোদ্দেক অফস্পিনার কাম ব্যাটনম্যান নাসিরও তাই। ফলে ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে নবাগত মোসাদ্দেকের জায়গায় নাসিরের মত অভিজ্ঞ অলরাউন্ডারের দলে জায়গা পাওয়া এখন সময়ের দাবী।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ৮ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।