ঢাকা: সিরিজে ফিরে আসতে আজকের জয়টা লাগবেই। সেজন্য দলে দু’একটি পরিবর্তন হয়তো আসবে, এমন ইঙ্গিত এসেছে আগেই।
যেমন ইংল্যান্ড থেকে ক্রীড়া সংবাদিক মাহফুজ আহমেদ চৌধুরী বলছেন, “বরাবরের মতো স্পিন আ্যাটাকে গুরুত্ব দিতে হবে। যেন বড় সংগ্রহে যেতে না পারে ইংল্যান্ড। তবেই জেতাটা সহজ হবে। ”
প্রথম ম্যাচে হেরেও সিরিজে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে এমনটিই হয়েছিলো। প্রথম একদিনের ম্যাচ হেরেও পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিলো টাইগার বাহিনী। ওই সময় ঢাকার মাঠে সমতা আনার পর চট্টগ্রামের মাঠে সিরিজ জেতে মাশরাফির দল।
রোববার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগার বাহিনী। গত ম্যাচে কূলে গিয়েও তরী ডোবানোর আফসোসটা কাটিয়ে এখন পূর্ণোদ্যমে ফেরার প্রত্যয় মাশরাফিদের।
মাহফুজ আহমেদ চৌধুরী বলছেন, “বাংলাদেশের প্লাস পয়েন্ট হলো গত দু‘টো বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। যদিও টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড থেকে অনেকটা পিছিয়ে, কিন্তু ওয়ানডেতে ‘লিটল বিট ফাইট’- এটা আশা করা যায়। ”
ইংল্যান্ড দল যখন খেলছে বাংলাদেশে। তখন সেখান থেকে বাংলাদেশকে সমর্থন করে মিরপুরে সরাসরি খেলা দেখতে এসেছেন একদল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন।
তাদের একজন বলছিলেন, “ইংল্যান্ড দল যেন এখানে এসে খেলে সেজন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে গিয়ে বুঝিয়ে এসেছিলাম যে, বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য খুবই নিরাপদ। ”
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুস সালাম বাংলানিউজকে জানান, ইংল্যান্ড থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই খেলা দেখতে এসেছেন। তার সঙ্গেও আরও দু’জন এসেছেন। এছাড়া বিক্ষিপ্তভাবে অনেকেই এসেছেন। যারা প্রথম ম্যাচ দেখেছেন, তারা ওই খেলার শেষদিকে হতাশ হলেও আজকের জয়ের আশায় আবার মাঠে যাবেন।
সালাম বলছিলেন, “যখন ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে কিনা দ্বিধা-ধন্দ চলছিলো, তখন আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে গিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ করেছিলাম। ”
ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে বহু বাংলাদেশি বসবাস করেন। যাদের তৃতীয় চতুর্থ প্রজন্ম সেখানে জন্ম নিয়েছে এবং বেড়ে উঠছে। তারাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করেন। বলেন আব্দুস সালাম।
প্রথম ম্যাচে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা খেলার শেষদিকে যেভাবে হতাশ হয়ে ফিরেছিলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে প্রত্যাশায় মাঠে নামছে টিম টাইগার।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এসএ/এইচএ/