ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা তিন সেঞ্চুরিয়ান বাবর সুযোগ পেলেন টেস্ট দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
টানা তিন সেঞ্চুরিয়ান বাবর সুযোগ পেলেন টেস্ট দলে বাবর আজম-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আর এই দলে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি করা বাবর আজম।

এছাড়া বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজও প্রথমবারের মতো ডাক পেলেন।

১৩ অক্টোবর থেকে দুবাইতে শুরু হতে যাওয়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্টে ইনজুরির কারণে খেলতে পারছেন না পাক ব্যাটসম্যান ইউনিস খান। পাশাপাশি গত ইংল্যান্ড সফরে থাকা ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ ও শান মাসুদকে বাদ দেওয়া হয়েছে।

এই দলে পাঁচজন বিশেষ ব্যাটসম্যান ও সমান বোলার নেওয়া হয়েছে। আর ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে।

স্কোয়াড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইমরান খান, মোহাম্মদ আমির, রাহাত আলী, সামি আসলাম, সরফরাজ আহমেদ, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।