ঢাকা: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথ থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।
শনিবার (৮ অক্টোবর) রাত থেকেই ছিল টিকিটের জন্য দীর্ঘ লাইন। টিকিট বিক্রি শুরু হতেই টাইগারসমর্থকদের মাঝে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।
কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিজনে একটি করে টিকিট দেওয়া হচ্ছে।
তবে লাইনে দাঁড়ানো ক্রিকেটপ্রেমীরা বরাবরের মতো শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের আশঙ্কা করছেন। যদিও শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে।
দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজ নির্ধারণী এ দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমসি/ওএইচ/এইচএ/