ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে ১০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
পাকিস্তান সুপার লিগে ১০ বাংলাদেশি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ফেব্রুয়ারীতে। এই আসরের জন্য ইতোমধ্যে হয়ে গেছে খেলোয়াড় ড্রাফটের তালিকা।

সেই তালিকায় আছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার।

গত বারের মতো এবারো পাকিস্তান সুপার লিগে থাকছে পাঁচটি দল। মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছে দেশী-বিদেশী মিলে ৪১৪ জন ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো, প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।

তালিকায় আছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম এবং সৌম্য সরকার। তবে সবচেয়ে উপরে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে আছেন একজন- সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় না থাকলেও গোল্ড ক্যাটাগরিতে আছেন তিনজন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। বাকি ছয় জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে।

পিএসলের দ্বিতীয় আসরে আগের আসর থেকে ক্রিকেটারদের মূল্য ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি পাকিস্তানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, পিএসএলের প্রথম আসরে খেলোয়াড় ড্রাফট থেকে নেয়া হয় চার জন বাংলাদেশী ক্রিকেটারকে- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তবে ইনজুরির কারণে সেই আসরে অংশ নেননি মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।