ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা কাটিয়ে রোদ হাসছে মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
শঙ্কা কাটিয়ে রোদ হাসছে মিরপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে চোখ রাঙানি ছিল বৃষ্টির। শঙ্কা জেগেছিল ঠিক সময়ে শুরু হবে তো খেলা? গতকাল রাতের পর আজ সকালেও মিরপুরে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।

পুরো মাঠই ঢাকা হয়েছিল ত্রিপল দিয়ে।  

দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি থামার পরই হেসে ওঠে রোদ। মাঠের লড়াইয়ে হাসবে টাইগাররা-এমন প্রত্যাশা নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন দর্শকরা।

ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের নাটকীয় হারে আশাহত হয়েছেন দর্শকরা। ৩০৯ রান তাড়া করতে নামা বাংলাদেশ শেষ ১৭ রানে ৬ উইকেট হারালে ২১ রানের হার মানতে হয়। ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচেই ইংলিশবধের এমন সুযোগ হাতছাড়া হওয়ায় কোটি টাইগারভক্তের সঙ্গে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ দলও।

আক্ষেপ দূরে সরিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীকে উচ্ছ্বাসে মাতাতে পারেন ক্রিকেটাররাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে। দুপুর আড়াইটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের সামনে সিরিজ বাঁচানোর ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।