ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ১৫তম ‘পাঁচ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সাকিবের ১৫তম ‘পাঁচ’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট ক্রিকেটে ১৫ বার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে এ বাঁহাতি স্পিনার তুলে নিয়েছেন পাঁচটি উইকেট।

সাকিবের পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফিরে যান আদিল রশিদ। এ ডানহাতি ব্যাটসম্যানকে এলবিডব্লুউর ফাঁদে ফেলেন সাকিব।

বেন ডাকেটকে ফিরিয়ে নিজের প্রথম শিকারের দেখা পান সাকিব। এরপর একে একে ফেরান জো রুট, মইন আলি ও বেন স্টোকসকে।

এর আগে সাকিব সবশেষ পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালের নভেম্বরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উভয় ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে এক টেস্টে প্রথমবার ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।