ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির ব্যাটে সিরিজে লিড ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
কোহলির ব্যাটে সিরিজে লিড ভারতের ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির হার না মানা ১৫৪ রানের ইনিংসে ২৮৬ রানের বড় লক্ষ্য তাড়া করে জেতে ভারত।

কোহলি ১৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচের ১০ বল বাকী রেখে দারুণ এক জয় উপহার দেন মহেন্দ্র সিং ধোনির দলকে।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ লিড নিল স্বাগতিক ভারত।

১৩৪ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান কোহলি। ডানহাতি এ ব্যাটসম্যানের এটি ২৬তম ওয়ানডে শতক।

চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ৪১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তৃতীয় উইকেটে ১৫১ রানের জুটি জয়ের পথে রাখে স্বাগতিকদের। দলীয় ১৯২ রানে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরে ফেরেন ধোনি।

এরপর মনিষ পান্ডেকে নিয়ে বিরাট কোহলি সারেন বাকি কাজ। ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন পান্ডে।

কিউইদের পক্ষে ডানহাতি পেসার ম্যাট হেনরি নেন দুটি উইকেট। অপর উইকেটটি নিয়েছেন টিম সাউদি।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দুই বল আগে ২৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাঁহাতি ওপেনার টম লাথাম করেন সর্বোচ্চ ৬১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে সাত নম্বরে ব্যাটিংয়ে নামা জেমস নিশামের ব্যাট থেকে।

এছাড়া  টপঅর্ডারে রস টেলরের ৪৪ ও টেলএন্ডার ব্যাটসম্যান ম্যাট হেনরির অপরাজিত ৩৯ রানের ইনিংসটি তিনশ’র কাছাকাছি স্কোর এনে দেয় নিউজিল্যান্ডকে।

উমেশ যাদব ও কেদার যাদব তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ ও অমিত মিশ্র।

আগামী বুধবার (২৬ অক্টোবর) রাঞ্চিতে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬

এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।