ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিবারই মনে হয় আজ আমার অভিষেক: মুশফিক

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
প্রতিবারই মনে হয় আজ আমার অভিষেক: মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: মুশফিকুর রহিমের থেকে ১০ মাসেরও বেশি সময় পর ইংলিশ দলপতি অ্যালিস্টার কুকের অভিষেক। চট্টগ্রামে মুশফিক খেলতে নেমেছিলেন নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলতে।

আর ইংল্যান্ড অধিনায়ক নেমেছিলেন তার ১৩৪তম টেস্ট খেলতে। অভিষেকের সময় বিবেচনায় কুক অনেক পিছিয়ে থাকলেও মুশফিকের তুলনায় তার টেস্ট সংখ্যা বেশি ৮৫টি। এ থেকেই বুঝা যায় বাংলাদেশ আর ইংল্যান্ডের টেস্ট খেলার পার্থক্য।

আরও একটা নমুনা দেওয়া যাক। প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের টেস্ট না খেলার এই সময়েই ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬টি টেস্ট। পার্থক্যটা আরও পরিস্কার হলো তো?

টেস্ট কম খেলার কারণেই বাংলাদেশ সাদা পোশাকে পিছিয়ে পড়ছে-মনে করেন অনেকেই। বিষয়টি গোপন করলেন না বাংলাদেশ অধিনায়কও।

চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিক হেসে হেসে বলে দিলেন সেই কথাটিই। মুশফিক জানান, ‘আমরা প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছি। এর মধ্যেই ইংল্যান্ড অনেকগুলো টেস্ট খেলে ফেলেছে। আমি যে ৪৯টা টেস্ট খেলেছি প্রত্যেকটাতেই খেলতে নামলে মনে হয়েছে আজই আমার অভিষেক। সবকিছু নতুন করে শুরু করতে হয়। মনোযোগটা ওভাবে তৈরি করতে হয়। ’

তবে বাংলাদেশ অধিনায়ক আশার আলো দেখছেন আগামী বছরে বাংলাদেশের ব্যস্ত টেস্ট সূচির কল্যাণে।

তিনি যোগ করেন, ‘আগামী বছর আমাদের ৭-৮টা টেস্ট ম্যাচ আছে। তাই আশা করছি আমরা দ্রুতই মানিয়ে নিতে পারবো। ’

বেশি বেশি টেস্ট খেলা জরুরি মন্তব্য করে বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, ‘আমি বারবারই বলি আপনি যত বেশি টেস্ট খেলবেন তত বেশি শিখবেন, তত বেশি বুঝবেন। কোন পরিস্থিতিতে কিভাবে বোলিং করতে হবে, কিভাবে ব্যাটিং করতে হবে-তা নিয়মিত খেললেই ভালোভাবে জানা হয়। কিন্ত ১২-১৩ মাস পর খেলতে নামলে মনে হয় সবকিছু নতুন করে শুরু করছি। আর একটা কথা-টেস্টে ভালো করতে পারলে তিন ফরম্যাটেই আপনি ভালো করতে পারবেন। তাই আমাদের বেশি বেশি টেস্ট খেলা জরুরি। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।