ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় টেস্টে অপরিবর্তীত পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
তৃতীয় টেস্টে অপরিবর্তীত পাকিস্তান দল ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে দল অপরিবর্তীত রেখেছে পাকিস্তান। এর আগে গত মঙ্গলবার আবুধাবিতে দ্বিতীয় টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় মিসবাহবাহিনী।

দ্বিতীয় টেস্টে ইনজুরি ফেরত ইউনিস খানের দুর্দান্ত সেঞ্চুরি ও লেগস্পিনার ইয়াসির শাহ’র ১০ উইকেটে দারুণ এক জয় তুলে নেয় পাকিস্তান।

তৃতীয় টেস্টে দল অপরিবর্তীত থাকাটা কোনো ধরনের বিস্ময় অবশ্য তৈরি করেনি। তবে পাকিস্তানের এক নির্বাচক জানিয়েছেন দলটির আগামী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দুই থেকে তিনজন পরিবর্তন হতে পারে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে দুটি ও পরে অজিদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলি, সামি আসলাম, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইমরান খান ও সোহেল খান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।