ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৫০তম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
৫০তম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক মুশফিকুর রহিম-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী শুক্রবার (২৮ অক্টোবর)। এ ম্যাচের মধ্য দিয়েই টেস্ট ক্যারিয়ারে ৫০তম ম্যাচ পূর্ণ করতে যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে পঞ্চাশ কিংবা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার মাত্র দুইজন। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিক স্পর্শ করতে যাচ্ছেন এ মাইলফলক।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আশরাফুল। হাবিবুল বাশার সুমন খেলেছেন ৫০ ম্যাচ। খালেদ মাসুদ পাইলট খেলেছেন ৪৪ ম্যাচ। সমান ৪৩টি করে ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। ৪৯ টেস্টের ৯০ ইনিংসে ব্যাট করা মুশফিকের রান ২৭৩৭। গড় ৩২.৫৮। তিনটি শতকের সঙ্গে রয়েছে ১৫টি অর্ধশতক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিক।

গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৯০টি ডিসমিসাল রয়েছে মুশফিকের। যার মধ্যে ৭৯টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।