ঢাকা: ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল’র চতুর্থ আসর। আর এই আসরে আপাতত সেমিফাইনালকেই টার্গেট করেছেন রাজশাহী কিংস এর হেড কোচ সারোয়ার ইমরান।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিপিএলে দলের প্রাথমিক লক্ষ্য জানাতে গিয়ে তিনি এমনটিই বললেন। এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে সেমিফাইনালকেই আমরা টুর্নামেন্টের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। আর সেমি জিতে ফাইনাল খেলতেও আমরা প্রস্তুত। ’
এমন দৃঢ় লক্ষ্যকে সামনে রেখে গেল শুক্রবার (২১ অক্টোবর) থেকে বিকেএপসিতে অনুশীলন শুরু করেছে বিপিএলে নতুন দল রাজশাহী কিংস।
দলটিতে ড্যারেনের নেতৃত্বের এই তারকাবহুল দলে আছেন চার টাইগার ক্রিকেটার মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান ও নুরুল ইসলাম সোহান, যারা ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে আছেন, আছেন এবাদত হোসেনও।
ফলে দলের অনুশীলনে আপাতত তাদের পাওয়া যাচ্ছে না। তাদের ছাড়াই দেশি সাত ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন সারোয়ার ইমরান। আর এই অনুশীলনে শিষ্যদের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে ধারালো করে তুলতেই আপাতত ব্যস্ত তিনি। ‘অনুশীলনে আমরা মূলত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের উপর জোর দিচ্ছি। পাশাপাশি থাকছে ফিটনেস ও ফিল্ডিংয়ে উন্নয়নের প্রচেষ্টাও। ’
আসছে ৪ নভেম্বর উদ্বাধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে রাজশাহী কিংস।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস