ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আমার এটা বলা ঠিক নয়, তবে ওরা দারুণ খেলে হারিয়ে দিলো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আমার এটা বলা ঠিক নয়, তবে ওরা দারুণ খেলে হারিয়ে দিলো ছবি: মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমার এটা বলা ঠিক নয়, তবে টাইগাররা দারুণ খেলে আমাদের হারিয়ে দিলো’।

খেলা শেষে এমনই অভিব্যক্তি ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের।

রোববার (৩০ অক্টোবর) খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় বিব্রত দেখায় তাকে।

কুক বলেন, আপনি বাংলাদেশের উন্নয়ন দেখতে পারেন, তারা দারুণ ক্রিকেট খেলেছে। ঘরের মাঠে টাইগাররা কঠিন প্রতিপক্ষ। তাদের সেরা সেরা স্পিনার রয়েছেন। আমার জন্য এটা বলা কঠিন, তবুও বলছি- আজকের জয় বাংলাদেশের ক্রিকেটর জন্য অনেক বড় অর্জনের জয়। হতে পারে একটা ম্যাচের চেয়েও অনেক বড় কিছুই এই জয়।

এখানকার ক্রিকেট পাগল দর্শকদের নিয়ে তিনি বলেন, এখানে প্রচুর দর্শক আসেন। তারা স্বতঃস্ফূর্তভাবে খেলা দেখতে এসেছেন।

‘আমি মনে করি এখানে সবার এসে খেলা উচিত,’ যোগ করেন অ্যালিস্টার কুক।

আরও পড়ুন:
বাংলাদেশে এসে সবার খেলা উচিত: অ্যালিস্টার কুক

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।