ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রশংসায় বিশ্ব গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রশংসায় বিশ্ব গণমাধ্যম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে অনন্য এক নজিরই গড়লো বাংলাদেশ। সফরকারীদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ড্র করলো টাইগাররা।

আর মুশফিকদের এমন জয়ে প্রশংসা করলো বিশ্ব গণমাধ্যমগুলো।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরে যায় মাত্র ২২ রানে ফলে মিরপুর টেস্টে জিততে মরিয়া ছিল সাকিব-তামিম-মিরাজরা। আর পাঁচ দিনের টেস্ট মাত্র তিন দিনেই জিতে তুলে নেয় ঐতিহাসিক জয়। পুরো সিরিজে দারুণ ধারাবাহিক তরুণ মেহেদি হাসান মিরাজ রেকর্ড গড়ে তুলে নেন ১৯টি উইকেট। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশরা ১৬৪ রানেই গুটিয়ে যায়। উদ্বোধনী জুটিতে ১০০ রান তুললেও শেষ ৬৪ রানেই ১০ উইকেট হারায় অ্যালিস্টার কুক বাহিনী।

এদিকে বাংলাদেশের এই জয়টি গুরুত্ব সহকারে প্রচার করেছে বিশ্বের সেরা সব গণমাধ্যম। অধিকাংশ জায়গাতেই খেলার পাতায় এই জয়টিকে প্রধান শিরোনাম করা হয়েছে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রধান শিরোনামে লিখেছে, এক সেশনে ১০ উইকেট ফেলে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

মূল শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যগুলোও। দ্যা গার্ডিয়ান লিখেছে, ইংল্যান্ডের ধ্বসে বাংলাদেশের ঐতিহাসিক জয় সিরিজ ড্র। দ্যা টেলিগ্রাফ লিখেছে, সেরা একটি মুহূর্ত বাংলাদেশের। ডেইলি মেইল লিখেছে, বাংলাদেশের কাছে ইংল্যান্ডের বিপদজনক হার। বিবিসি লিখেছে, ইংল্যান্ড ধ্বসে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটের প্রথম শিরোনামেই লিখেছে, বাংলাদেশের জয়ে ক্রিকেটের বিজয়। দেশটির আরেক সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস লিখেছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জয়ে সিরিজে সমতা বাংলাদেশের। সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, টেস্ট ম্যাচে নাকাল হলো ইংল্যান্ড।

এদিকে প্রতিবেশি দেশ ভারতের প্রায় সবগুলোই সংবাদ মাধ্যমেই বাংলাদেশের জয়কে বড় করে দেখা হয়েছে। হিন্দুস্তান টাইমস তাদের প্রধান শিরোনামে লিখেছে, ১০৮ রানের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম বিজয়। এনডিটিভি লিখেছে, মেহেদি হাসানের দুর্দান্ত পারর্ফমে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এ নিয়ে ৯৫ ম্যাচে অষ্টম জয় তুলে নিল। পাঁচটি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, দুটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর ইংল্যান্ডের বিপক্ষে একটি। ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। এর আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে টাইগাররা।

ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ তিনটি সিরিজে হারেনি। ভারতের বিপক্ষে এক ম্যাচের সিরিজে ড্র করে মুশফিকরা। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই ড্র করে স্বাগতিকরা। আর এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-১ এ সমতা আনলো।

বাংলাদেশ সময়:১১২৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।